গত ২রা সেপ্টেম্বর -২০২৩ ইং তারিখে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায়, “এমপিও ভুক্তির পর আগের শিক্ষক বাদ, বেতন পাচ্ছেন অন্যরা”,পদ্মা টাইমস ২৪ ডট কম,রাজশাহী নিউজ২৪ ডট কম,দৈনিক পাবলিক বাংলা পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকা ও বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে, “নিয়োগকৃত শিক্ষকদের বাদ দিয়ে অন্যদের এমপিও করানোর অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে তিলনী সরলী দাখিল মাদ্রাসার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মনগড়া ভিত্তিহীন তথ্য সংযুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে। প্রকাশিত উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলাধীন তিলনী সরলী দাখিল মাদরাসায় সহকারী মৌলভী মোঃ মোজাম্মেল হক ও মোঃ জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান তছলিমা খাতুন গত ২৮/০২/০৫ তারিখে মাদ্রাসার সভাপতি তৎকালিন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেশবাহুল আলম মহোদয় এর গঠিত নিয়োগ বোর্ডে নির্বািচত হন। বিধি মোতাবেক নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০/০৩/২০০৫ ইং তারিখে শিক্ষকগন উক্ত মাদ্রাসায় যোগদান করেন। দির্ঘদিন পর উক্ত পদ সমুহের বিরুদ্ধে স্থানীয় কতিপয় ব্যক্তি হয়রানির উদ্দেশ্য বিভিন্ন অফিসে ভিত্তিহীন তথ্য সম্বলিত আবেদন পত্র দাখিল করেন ও বিভিন্ন পত্র পত্রিকায় বানোয়াট তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম খুন্ন করছে। প্রকৃত পক্ষে উল্লেখিত অভিযোগকারীগণকে প্রতিষ্ঠান কোন প্রকার নিয়োগ প্রদান করেননি। সমাজে ঐতিহ্যবাহী তিলনী সরলী দাখিল মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা তথ্য দিয়ে ওই ভিত্তিহীন বানোয়াট সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত ওই মিথ্যা ও হয়রানী মুলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মাওলানা মোঃ ফিরোজ কবির,
সুপারিন্টেন্ডেন্ট,
তিলনী সরলী দাখিল মাদ্রাসা,উপজেলাঃ সাপাহার জেলাঃ নওগাঁ