জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী আকন্দ

শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৩জন প্রার্থীতা করেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫ প্রার্থী।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে ৪ বছর মেয়াদি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রমনা মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মো: ফরহাদ হোসেন।

নির্বাচনে ৪ বছরের জন্যে ১৯১ ভোট পেয়ে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হারিকেন প্রতীকের মো: লুৎফর রহমান আকন্দ এবং ২০৩ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতিকের মো: মোফাজ্জল হোসেন।

এছাড়াও যুগ্ম সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের মোহাম্মদ মনির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাত-পাখা প্রতীকের মো: স্বপন মিয়া।

নির্বাচনে পরাজিত হয়েছেন সহ-সভাপতি পদে উড়োজাহাজ প্রতীকের এইচ. এম. শাহীন, যুগ্ন সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকের মো: আবুল হাসেম, সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকের ফাহমিদা আক্তার ইলা এবং কোষাধ্যক্ষ পদে বই প্রতিকের মো: আবুল কালাম আজাদ।

এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত এক টানা চলে ভোট গণনা। কর্মকর্তা-কর্মচারিদের সমন্বয়ে গঠিত এ সমিতির মোট ৪৮৪ ভোটারের মধ্যে ভোট পড়ে ৩৭৩টি। নির্বাচনে মূলত ৪টি পদের জন্য ২টি প্যানেল থেকে ৮জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

‘লুৎফর-ইলা’ প্যানেল থেকে লুৎফর রহমান আকন্দ, ফাহমিদা আক্তার ইলা, আবুল কালাম আজাদ এবং মনির হোসেন নির্বাচন করেন। অন্যদিকে ‘শাহীন-মোফাজ্জল’ প্যানেল থেকে এইচ. এম. শাহীন, মোফাজ্জল হোসেন, আবুল হাসেম এবং স্বপন মিয়া নির্বাচন করেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মো: নজরুল ইসলাম মিয়া। এছাড়াও কার্যকরী সদস্য পদে শাহীন-মোফাজ্জল প্যানেল থেকে বেগম রেজওয়ানা, মো: মিলন হোসেন, কার্তিক চন্দ্র দত্ত এবং মো: সফিউল্ল্যা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তবে লুৎফর- ইলা প্যানেলে কোন সদস্য প্রার্থী ছিলেন না।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৫ টার দিকে। ফলাফল শেষে ইউনিয়নের সদস্যদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেন নবনির্বাচিত প্রতিনিধিরা।