স্টাফ রিপোর্টার : নওগাঁ সাপাহারে সাথী সেবা ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার ইউনুস আলির ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ যে সাথী সেবা ক্লিনিকে ব্যবস্থাপত্রের উপরে ডা: মো: ইউনুস আলীর পরিচয় দেওয়া ব্যবস্থাপত্র এবং সেখানে ডা: আমিনুল ইসলামের সাক্ষর থাকলেও সেখানে সিল নেই এবং অপারেশন করার জন্য কোন সহকারী ডাক্তার নেই, আছে শুধু ২জন নার্স।
রোগীকে যে ডাক্তার অপারেশন করেছন ওটি খাতায় সে ডাক্তারের সাক্ষর নেই, অ্যানেসথেসিয়া ডাক্তারের স্বাক্ষর নেই, অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে ৩টি নষ্ট, প্রয়োজনীয় কাগজপত্রে একই হাতের লিখা কিন্তু স্বাক্ষর আলাদা আলাদা ডাক্তারের, ক্লিনিকে সার্বক্ষনিক ডাক্তার ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায়
সোমবার বিকেল ৫টায় সাপাহার পেট্রলপাম্প সংলগ্ন গোডাউনপাড়া মোড়ে সাথী সেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিকের মালিক মো: ইউনুস আলীর ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আলমগীর কবির,থানার এস আই রবিউল ইসলাম সহ আরও অনেকে।