সাপাহারে প্রতিবন্ধীদের জন্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা সহায়তা প্রদান

বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

 

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের সহায়ক উপকরণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উচাডাঙ্গা মিশন ডে-কেয়ার সেন্টার সোশিও ইকোনমিক পার্টিশিপেশন প্রজেক্ট (সেপ) বাংলাদেশ লুথারেন মিশন ফিন্নিশ,পান্থ নিবাস এ/৯ বাঙ্গাবাডিয়া নওগাঁ এর আয়োজনে ব্যবস্থাপক, পুষ্টি ও প্রতিবন্ধী প্রকল্প, বিএলএম- এফ,নওগাঁ মি: গনেশ মুর্মু এর সভাপতিত্বে

প্রতিবন্ধী প্রাথমিক ৫৪জন শিক্ষার্থীদের ১হাজার ৪শত টাকা, মাধ্যমিক ৩৯জন শিক্ষার্থীদের জনপ্রতি ২ হাজার টাকা, ৬জন এইস এসসি পরিক্ষার্থীকে ২ হাজার, ৬জন অস্বচ্ছল হতদরিদ্র আদিবাসী ব্যক্তিকে জনপ্রতি ২হাজার টাকা, টি স্টল করার জন ৩জনকে জনপ্রতি ১৪ হাজার টাকার মালামাল, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ জনকে জনপ্রতি ২২ হাজার টাকার মালামাল ও ৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ট্রাইসাইকেলসহ মোট ৩লক্ষ ৪৫ হাজার নগত টাকা ও মালামাল প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, উন্নয়ন সমন্বয়কারী মো: ইউনুসার রহমান,উপজেলা এনজিও ফোরামের সভাপতি পবিত্র মালী সহ আরো অনেকে।