আসলাম ইকবালঃ
বৃহত্তর ময়মনসিংহের আন্তঃ ছয় জেলার সবচেয়ে বৃহৎ পরিসরে ‘বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এখন চলমান। গত ৩০ সেপ্টেম্বর ৯ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিকেল ৪টায় উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফরিদ আহমেদ ও মোঃ এহতেশামুল আলম, সাধারন সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, টুর্নামেন্টের আহবায়ক হাফিজুর রহমান মুন্সি টিপু, এ কে এম দেলোয়ার হোসেন মুকুল সভাপতি, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন, ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম নাজু ও ময়মনসিংহ সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিস্টার ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ময়মনসিংহ বনাম জামালপুর দলের খেলা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দল বিজয়ী হন এবং আতিকুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
শেরপুরে ১ অক্টোবর মহিলা দলের খেলা উদ্বোধন হয়। শেরপুর স্টেডিয়ামে বিকাল ৪ টায় সাবেক সেতু সচিব মোঃ নজরুল ইসলাম উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল, শেরপুরের মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, শেরপুর ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মানিক দত্ত, কাউন্সিলর মোঃ বাদশা, সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপস্থাপনায় ছিলেন সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিস্টার, আরো ছিলেন কমিটির আনোয়ার, মুকুল চৌধুরী, রেজা, আসলাম ইকবাল, রেখা রানী গুণ, মুন্না ভাই, রুবেল ও জিল্লুর রহমান শিপন। শেরপুর বনাম ময়মনসিংহ খেলায় ৮ গোলে বিজয়ী হন ময়মনসিংহ দল। এতে সেলিনা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
জামালপুর স্টেডিয়ামে ২ অক্টোবর ৩টায় শেরপুর বনাম জামালপুর দলের খেলা অনুষ্ঠিত হয়। জামালপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম ও মেয়র ছানোয়ার হোসেন ছানু, সমন্বয়কারী আতিকুর রহমান ছানা, আহবায়ক হাফিজুর রহমান মুন্সি টিপু খেলা উদ্বোধন করেন। আরো ছিলেন বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার জিল্লুর রহমান শিপন, সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, টুর্নামেন্টের যুগ্ম সচিব মিজানুর রহমান মিস্টার। আউটার স্টেডিয়ামে মহিলা দলের খেলা অনুষ্ঠিত হয়। সেরা খেলোয়ার ফারিয়া ও শেরপুরের জুয়েল সেরা খেলোয়ার নির্বাচিত হয়। ৮ অক্টোবর নেত্রকোনায় ফাইনাল খেলা, ৯ অক্টোবর ময়মনসিংহে পুরুষ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।