সাঁথিয়ায় লাঠি মিছিল করে ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে

রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

 

সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় আ’লীগের নেতাকর্মীরা লাঠি মিছিল করে ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাংচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে।

শনিবার(১৪ অক্টোবর) সন্ধ্যায় নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বাড়িতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন।

এ ঘটনায় চেয়ারম্যান হাফিজুর রহমান বাদী হয়ে ২১ জন নামীয় ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যার একটু আগে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও আলোচিত মতিন হত্যা মামলার প্রধান আসামী জুয়েলের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি দল শান্তি মিছিলের নামে লাঠি মিছিল করে নাগডেমড়া ইউপি চেয়ারম্যন হাফিজুর রহমান হাফিজের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চেয়ারম্যানের মা সাজেদা খাতুন (৭৫), বাবা ইউনুস মোল্লা (৭৮), চাচা আলতাব মোল্লা,ভাবী হাসি বেগমসহ বেশ কয়েকজনকে মারপিট করে ও বাড়ির জানালার থাইগ্লাসসহ আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা চেয়ারম্যান ও তার ভাইদের শোবার ঘরে ঢুকে আসবাপত্র ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সরেজমিন শনিবার রাতে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখা যায়,বাড়ির জানালার থাই গ্লাস,ঘরের আসবাবপত্র আলমারি,বাথরুমের বেসিন ও দরজা ভাংচুর অবস্থায় পড়ে আছে। চেয়ারম্যানের মা সাজেদা বেগম বলেন,আমি মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করে ঘরে যাচ্ছি,এমন সময় লাটিসোট নিয়ে ৩/৪জন আমাকে হাফিজের কথা জিজ্ঞাসা করতেই অশ্রাব্য গালিগালাজ করে আমাকে মারপিট করে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার হাতটা ভেঙ্গে দিয়েছে বলে হাও মাও করে কেঁদে ফেলে এই ৭৫ বয়সি বৃদ্ধা। এ সময় সাংবাদিকরা যাওয়াতে আশপাশের লোকজন এসে এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতংকে রয়েছে সাধারণ মানুষ। যে কোন ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এ ব্যাপারে মন্তব্য জানতে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আলমাহমুদ দেলোয়ার জানান, হাফিজ আমার পরিষদের একজন সদস্য। আমি বিষয়টা শুনেছি এবং মর্মাহত হয়েছি। তিনি বলেন, এ ধরণের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ব্যাপারে অভিযুক্ত নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ মুঠো ফোনে জানান, শোনা কথা। আজ শনিবার বিকেলে সোনাতলাতে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে আ’লীগের একটা মিছিল ছিল। মিছিলটি বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়ির নিকট দিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে মিছিলে ইট পাটকেল মারে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওখানে গেছে কি না আমি জানি না। আমি তখন সোনাতলা বাজারে সাঁথিয়া থানার এএসআই শাহানুরের সাথে ছিলাম। এ বিষয়ে সাঁথিয়া অফিসার ইন-চার্জ রফিকুল ইসলাম ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টা তদন্ত করে দেখা
হচ্ছে। কারা ভাংচুর করেছে।