জাতির সংবাদ ডটকম।।
রাজধানীতে সমাবেশে যোগ দিতে আসার পথে শুক্রবার রাত থেকে দলের ৫৫ নেতাকর্মী আটক হয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে মতিঝিল এলাকায় দলটির মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে আসার পথে আশুলিয়ায় গাড়ি থামিয়ে ৪২ নেতাকর্মীকে আট করেছে পুলিশ। ভোলা থেকে আসা দুইজনকে সদরঘাটে আটক করেছে। নরসিংদী স্টেশন থেকে ঢাকায় আসার সময় পাঁচজনকে ধরে নিয়ে গেছে। এছাড়া ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনসহ মোট ৫৫ জনকে আটক করা হয়েছে।
জামায়াতের এই নেতার দাবি, দলের মহাসমাবেশ বানচাল করতে আগের কয়েকদিনের ধারাবাহিকতায় গণগ্রেপ্তার চলছে। তারপরও মহাসমাবেশ হবে।