জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে।
দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যোগ দিচ্ছে। দেশাত্মবোধক গানসহ আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রগতির ওপর সঙ্গীত পরিবেশিত হচ্ছে।
এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সমাবেশে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে ১০ লাখ লোক আনার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো।