যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

শেখ হাসিনার নির্দেশে সরাসরি কষকদের কাছ থেকে সবজি ক্রয় করে সাধারন মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি কার্যক্রম উদ্ধোধন করেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে নুর শামস্। মিরপুর আনসার ক্যাম্পের সামনে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ যৌথ উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করেন।

স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মাঈনুল ইসলাম নিখিল, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবদ্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ কৃষি সম্পাদক আফসারুজ্জামান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মন্ডল, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা উপ সস্পাদক মূর্তুজা হায়দার শরীফ, জাতীয় পরিষদ সদস্য ইশতিয়াক আহম্মেদ জুয়েল সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।