বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর(বেরোবি) তথা উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, “লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে”।সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বেরোবির মূল ফটক থেকে মিছিল নিয়ে মডার্ন মোড় ব্লকেড করেন ছাত্র-জনতারা। শিক্ষার্থীরা রংপুরের বৈষম্য নিরসনের জন্য দুই দফা দাবি প্রদান করেন। […]