খুলনা সংসদীয় আসন ৪ এর রূপসা উপজেলায় দীর্ঘদিন ধরে থাকা পরিত্যক্ত ফিশিং বোট নিয়ে হরিলুট চলছে বেশ কিছুদিন। এর সাথে জড়িত খুলনা-৪ আসনে সংসদ সদস্য সালাম মূর্শেদীর চীফ কো অর্ডিনেটর মোঃ নোমান ওসমানী রিচি, ডক মালিক সাজ্জাদ হোসেন রুম্মান এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ। অনুসন্ধানে জানা যায়, রূপসা উপজেলায় রূপসা নদীর পারে রহিমনগরে অবস্থিত সিটি […]