জাতির সংবাদ ডটকম।। ক্ষিলখেত থানার বেরাইদ ইউনিয়নের অন্তর্ভুক্ত মস্তল মৌজায় আলহাজ্ব এম এ খান বেলাল, পিতা মোহাম্মদ আমানউল্লাহ খান । সাকিন- বেতুয়া বাগ ,থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। তার ছিচল্লিশ দশমিক পাঁচ শতাংশ জমির সীমানা পিলার এবং তার কাঁটার বেড়া বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া যায়। সরে জমিনে তদন্ত করে দেখা যায়, ৩০০ ফিট […]