দিলীপ কুমার দাসের পাঠানো প্রতিবেদন ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার ( ৪ মে ) সন্ধায় ঘোষপাড়াস্থ শ্রীশ্রী নৃসিংহ দেবের মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে জলভরন ও গঙ্গা আহবান করা হয়। পরে ভাগবত পাঠ , কীর্তন ও ভগবান শ্রীশ্রী নৃসিংহ দেবের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এতে,ভাগবত পাঠ করেন মুরারী দাস মিন্টু, পূজা অর্চনাদি পরিচালনা করেন […]