জামালপুর প্রতিনিধিঃ- ”দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে সিডস কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।গত ৯ ডিসেম্বর মঙ্গলবার এই দিবসটি উদযাপন করা হয। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও […]