শহিদুল ইসলাম, সিলেট প্রতিবেদক। ২০২৫ সালে জানুয়ারি’র নতুন বছরের শুরু থেকে সামাজিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ হচ্ছে সিলেট মহানগরের পীর মহল্লাহ, মোগলাবাজার, দ্বীনপুর, জালালপুর, রাখালগঞ্জ, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, দাউদপুর, লালাবাজার ইউনিয়নের (১০০০) এক হাজার শীতার্ত গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (উন্নতমানের রাজাই, লেপ) বিতরণ চলছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি […]