আব্দুল আলীম ইমতিয়াজ,তাহিরপুর, (সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নে রাজাই গ্রামে এক দল সন্ত্রাসীর দারাল অস্ত্রের আঘাতে এক মহিলাকে গুরুতর আহত করেছে। গত কাল আনুমানিক রাত ২.০০ঘটিকার সময় উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের মাইজ উদ্দিনের মেয়ে মাসুমা আক্তার (৩১) কে এক দল সন্ত্রাসীর দারাল অস্ত্রের আঘাতে দু’হাতে,নাকে, মুখে ও কপালে আঘাত […]