বিনোদন ডেস্ক: ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজনে কনসার্ট। ‘লাইভ মেগা কনসার্ট’ নামের এই আয়োজনটি করছে কাতারের আয়োজক স্যান্ড সিটি সার্ভিস। কনসার্টটিতে গান গাইবেন মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি। এ ছাড়া কনসার্টটিতে হাজির থাকবেন অপু বিশ্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত […]