পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা অফিসার আদিল রাজার একটি মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ললিউডে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন, সেনাবাহিনীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে পাকিস্তানি অভিনেত্রীদের হানি ট্র্যাপ বা যৌন ফাঁদ হিসেবে ব্যবহার করে। আদিল জানান, পাক সেনাবাহিনীতে অভিনেত্রীদের মধুচক্রের ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়। তবে শুধু এটি বলেই ক্ষান্ত দেননি এই আধিকারিক। নাম করেন বেশ […]