আন্তর্জাতিক ডেস্কঃ আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটিতে মোট ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ৩২ জন জীবিত রয়েছেন। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনির দিকে যাত্রা করে […]