ক্রীড়া প্রতিবেদকঃ নতুন করে আরো ৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দুই মাস পর করা কমিটির সেই ৭ ফেডারেশন হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ভারোত্তোলন, শরীর গঠন ও ফেন্সিং। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীরগঠন ও […]