কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ জামায়াত আমীরের শ্যালক গ্রেফতার

শনিবার, অক্টোবর ১১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 

খুলনার কয়রা উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের একমাত্র শ্যালক সেলিম হাওলাদারকে ৪৪ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৬নং কয়রা এলাকায় মৃত এইচএম শওকত হোসেনের ছেলে সেলিম হাওলাদারের ঘরের ফ্রিজ থেকে এসব মাংশ জব্দ করা হয়। শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার সেলিম হাওলাদার কয়রা থানা হাজতে বন্দী ও মামলার প্রক্রিয়া চলছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে সেলিম হাওলাদার (৪৫) পিতা: মৃত এইচএম শওকত হোসেন নিজ বাড়ীর ফ্রিজ থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে কয়রার নৌ বাহিনী কন্টিনজেন্ট । উদ্ধারকৃত হরিণের মাংস এবং অভিযুক্ত সেলিম হাওলাদারকে কয়রা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।