
জামালপুর থেকে আবুল কাশেম পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিতঃ-
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের ন্যায় জামালপুরেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় সিভিল সার্জন আজিজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম ও জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, এ ক্যাম্পেইনে জামালপুর জেলায় ৬ লাখ ৩৫ হাজার ২শ ২১ জনকে টাইফয়েড এর টিকা প্রদান করা হবে।