মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, নভেম্বর ২২, ২০২৫

ত্রিপুরারী দেবনাথ তিপু, (হবিগঞ্জ)।।

হবিগঞ্জের মাধবপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (২২ নভেম্বর) ভোরবেলা র‍্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, উপজেলার জগদীশপুর বাজার এলাকায় নিয়মিত টহল ও মাদক বিরোধী ডিউটির সময় গোপন সূত্রে খবর পাওয়া যায় মাধবপুরের রসুলপুর এলাকার একটি ঘরের ভিতরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাবের দলটি ভোর পৌনে ৫ টার দিকে সেখানে অভিযান চালালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে ৭টি পাটের বস্তায় গাঁজা রয়েছে। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো উপজেলার রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ ইব্রাহিম মিয়া টিটু (৪০)।

র‍্যাব জানায়, ইব্রাহিম মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত ৬০ কেজি গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।