মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে গাঁজাসহ মাদককারবারি ধনেশ্বর আটক

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ধনেশ্বর জরা (২৩) কে আটক করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ নভেম্বর রাত ৮টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকায় টহল ও মাদকবিরোধী ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, উপজেলার শাহজাহানপুরের সুরমা চা-বাগান এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করা হয় এবং আরেকজন পালিয়ে যায়।

আটক ধনেশ্বরের স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজতে থাকা পাঁচটি পাটের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধনেশ্বর জরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকার কার্তিক জরার ছেলে।

জিজ্ঞাসাবাদে ধনেশ্বর জানায়, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।