র‍্যাব-৯ এর অভিযানে অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার জাকারিয়া

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। একই সঙ্গে তার হেফাজত থেকে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, বাহুবল থানার একটি গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত জাকারিয়া অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে। গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে হামিদনগর রাস্তার মুখ থেকে জাকারিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর অংশ হিসেবে

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৯, সিপিসি-৩ এর একটি দল। এসময় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ধারা ৭/৩০ অনুযায়ী মামলার প্রধান আসামি জাকারিয়া আহমদ (২০)-কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জাকারিয়া বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৯, এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও ভিকটিমকে বাহুবল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯। সংস্থাটি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।