শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, সিলেট কর্তৃক বর্নাঢ্য আয়োজনে নবান্ন উৎসব পালিত

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

শহীদ আহমদ খান।।

শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন সিলেট এর উদ্যোগে শ্রক্রবার বিবকেলে নানান আয়োজনের মাধ্যমে ১৭তম নবান্ন উৎসব ১৪৩২ পালিত হয়। হেমন্তের স্নিগ্ধতামাখা ভোরে ভোলানন্দ রাসকুঞ্জ সেবাশ্রম, চৌহাট্ট্রা, সিলেটে মতুয়াদের ডংকা-কাশি-খোল-করতালের মধুর চৈতালী তালে উৎসবের সূচনাপর্বে শ্রী শ্রী শান্তি-হরি পূজা, শ্রীশ্রী হরিলীলামৃত ও শ্রীশ্রী গীতা পাঠ এবং শ্রীশ্রী হরিসংগীত পরিবেশিত হয়।

এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পদ্মনাভ ঠাকুর, সভাপতি শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয়, শ্রীধাম ওড়াকান্দি ও মতুয়া মাতা শ্রী সুবর্না ঠাকুরানী, নির্বাহী সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়ারত্ন শ্রী সদানন্দ বড়াল, উপদেষ্টা শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী সঞ্জয় বড়াল, সংস্কৃতি সম্পাদক মতুয়া শ্রী বিমল কৃষ্ণ মৃধা এবং স্থানীয় সম্মানিত ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সত্য প্রেম ও পবিত্রতায় প্রতিষ্ঠিত সাম্যবাদী মতুয়া দর্শন এবং নবান্ন উৎসবের মতো বাংলার প্রাচীন ঐতিহ্যগুলো রক্ষায় জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার উপর আলোকপাত করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।