৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ: নাটোরে দুলু

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

 

নাটোর প্রতিনিধি।।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই ৩১ দফা হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। আর এজন্য আমি মনে করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিক্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং এই ৩১ দফার ভিতর রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে অর্থনীতি ভাবে সাবলম্বী হবে। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে। বাংলাদেশে অন্যায় অবিচার মানুষের ভিতর বিবেধ থাকবে না
ব্যাবধান থাকবে না আইন শৃঙ্খলার উন্নতি হবে মানুষের ভাগ্যর পরিবর্তন হবে।

তিনি আজ রবিবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নে ৯ টি ওর্য়াডে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম,শহিদুল্লাহ সোহেল, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,খাজুরা ইউনিয়নের নেতৃবৃন্দ সহ দলের নেতা কর্মিরা।