জাতির সংবাদ ডটকম: ঢাকা মহানগর দক্ষিণ রাজপথে সতর্ক থেকে মিছিল বাহির করে। মিছিলটি সকাল দশটায় বায়তুল মোকাররম হাউজ বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোর /মুক্তাঙ্গন/ সচিবালয় এলাকা/ জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের থেকে ঘুরে ফের জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেট/ গুলিস্তান এলাকা/ বঙ্গভবন /রাজউক হয়ে দৈনিক বাংলা মোড় ;প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পল্টন মোর। বিজয়নগর /নাইটেঙ্গেল মোর প্রদক্ষিণ করে ফকিরাপুল মোড় হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, সাবেক মহোদয়ক যুগ্ম আহ্বায়ক আশিফুর রহমান বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবু, পল্টন থানা যুবদলের টিপু, খলিল,মনা, লিওন, মামুন, হালিম, শামীম/,প্রমুখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিছিল চলাকালীন সময়ে রাষ্ট্রের সংস্কার ও মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।