মুনাফিকদের বয়কট করুন – দোলা

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

যারা আমার বাবা কর্নেল আজিমের হাত ধরে রাজনীতিতে এসে বড় নেতা হয়েছে, তারাই পদ পাওয়ার জন্য বাবার সাথে গাদ্দারি করেছে। তৃণমূল নেতাকর্মীদের সাথে মুনাফেকি করে বড় নেতা সেজেছেন। আপনারা তাদের চিনেন অতএব এসব মুনাফিকদের বয়কট করুন, তাদেরকে না বলুন। কথাগুলো বলেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। তিনি আরো বলেন আপনারা আমার বাবার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ, আমিও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আমার বাবার আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই। আজকের উপস্থিতি প্রমাণ করে এখানে আমার বাবা আজিমের নেতাকর্মীদের ঘাটি, বিএনপির ঘাটি। আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জানাতে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে নমিনেশন পাই আর না পাই আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শনিবার উপজেলার বাইশগাঁও ইউনিয়নে উদাইশ গ্রামে তৃণমূল বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত কর্নেল আজিমের মেয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। বিএনপি নেতা আবদুল ওহাব পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুবদল নেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপি নেতা হাজী জসিমউদদীন, বাইশগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, ইব্রাহিম খলিল বাবুল, মাসুদুল আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন।