
জাতির সংবাদ ডটকম।।
জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর ৪০ তম জন্মদিন আজ।
রাশেদ প্রধান কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
এক শুভেচ্ছা বার্তায় জাগপা সভাপতি বলেন, দেশের কঠিন সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন রাশেদ প্রধান। ২৪’র গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট ও পতিত খুনি হাসিনার গুলির নির্দেশে যখন রাজপথে রক্তে স্রোত আর লাশের সারি, তখনও রাশেদ প্রধান জনগণের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। ২৪’র প্রথম সারির এই তরুন জাগপা নেতা রাশেদ প্রধান এখানেই থেমে যাননি । ২৪’র বিপ্লব পরবর্তী দেশের অপরাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখনো আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। আমি রাশেদ প্রধান এর সাহসী রাজনীতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি রাশেদ প্রধান এর শুভ জন্মদিনে দেশবাসী কাছে দোয়া চাই এবং স্বদেশপ্রেমী জনগণকে গণমানুষের মুক্তির রাজনৈতিক দল জাগপার পাশে থাকার আহ্বান জানাচ্ছি।