ত্রিপুরারী দেবনাথ তিপু, (হবিগঞ্জ)
হবিগঞ্জের বাহুবলে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। একই সঙ্গে তার হেফাজত থেকে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, বাহুবল থানার একটি গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত জাকারিয়া অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে। গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে হামিদনগর রাস্তার মুখ থেকে জাকারিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর অংশ হিসেবে
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি দল। এসময় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ধারা ৭/৩০ অনুযায়ী মামলার প্রধান আসামি জাকারিয়া আহমদ (২০)-কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাকারিয়া বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-৯, এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও ভিকটিমকে বাহুবল থানায় হস্তান্তর করেছে র্যাব-৯। সংস্থাটি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।