হবিগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও ট্রাক জব্দ

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ, প্রতিনিধি।। 

শুক্রবার (নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান,হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বালু, পাথর ও ইটের টুকরোর ভেতর লুকানো প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ একাধিক ট্রাক জব্দ করেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ নানা ধরনের পণ্য।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সিলেট ও সুনামগঞ্জ থেকে চুনারুঘাট–সাতছড়ি রোড দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর দিবা ও রাত্রিকালে ৫৫ বিজিবির বিশেষ টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক পাঁচটি ট্রাক ও পিকআপকে থামাতে সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশিতে ট্রাকে থাকা পাথর, বালি ও ইটের টুকরোর নিচে অভিনব কায়দায় লুকানো ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অভিযান আমরা নিয়মিতভাবে পরিচালনা করছি। এসব অভিযান যেমন অপরাধীদের রুখে দিচ্ছে, তেমনি দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। প্রতিটি অভিযানই জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, জব্দ হওয়া পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানচক্র শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।