ত্রিপুরারী দেবনাথ তিপু,, হবিগঞ্জ, প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন।
শনিবার (২২ নভেম্বর) সকালে মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশরাফুল করিম। রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফতেহুল ইসলাম, আক্তার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল্লাহ ভূইয়া, সহকারী অধ্যাপক একে এম নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের ভূমিকা অনস্বীকার্য। ফাউন্ডেশনটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বৃত্তি প্রদান করে আসছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।