স্বামী বিবেকানন্দের ভাবধারাকে ছড়িয়ে দিতে আরো বেশি মানবিক কাজ করা উচিত

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

শহীদ আহমদ খান।।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ সভা গত ২১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় নগরীর দেবপুরস্থ শ্রীশ্রী মায়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট ফণী ভূষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিশিষ্ট সমাজসেবী রতন মনি মোহন্ত বলেছেন, স্বামী বিবেকানন্দের ভাবধারাকে ছড়িয়ে দিতে আমাদেরকে আরো বেশি মানবিক ও শিক্ষামূলক কাজ করা উচিত।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, বিভাগীয় শাখার সভাপতি বেনু ভূষণ দাশ।
সভায় বিগত অভিষক অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিভাগীয় কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়। হিসাবটি উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সহ সভাপতি এডভোকেট বিশ^নাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, সহ কোষাধ্যক্ষ ডাঃ প্রণদীশ চন্দ্র দেব, জেলা সহ সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, জেলা সহ সম্পাদক এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক স্বাস্থ্য কর্মকর্তা সমরেন্দ্র কুমার রায়, কার্যনির্বাহী সদস্য অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ্বাস প্রমুখ।
পরিশেষে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে শ্রীশ্রী মায়ের বাড়িতে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।