।। মাসুমা আক্তার মাহি ।।
মেয়ে থেকে নারী হয়ে উঠার গল্পটা প্রতিটি মেয়ের জীবনে অনেকটা প্র’ভা’ব ফেলে। পুতুল নিয়ে খে’লা করার বয়সটায় কোনো মেয়েই বুঝে না এই জগতে দা’য়ি’ত্ব নেওয়ার জন্য তাকে কতটা শ’ক্ত অনু’ভূতির জ’ন্ম দিতে হবে। বুঝলে হয়তো অই দিন থেকে পুতুল নামক খেলাটা ব’ন্ধ করে নিজেকেই পুতুল ভেবে নিত।
যে নারী সবটা গুছিয়ে সুন্দর ভাবে বেঁ’চে থাকতে চায়, কিন্তু সেটা আর হয়ে উঠে না। সে নারী জানে কতটা স্বপ্ন কা’চে’র মতো টু’ক’রো হয়ে যায়।
নারী মানেই মায়া,স্নেহ,মমতা, ভালোবাসায় ভরপুর। নারীকে ক’টা’ক্ষ ভাষায় ডেকো না। একটা নারীকে যতটা আদর-যত্নে রাখবে, মা’ন’সি’ক শান্তি দিবে। তার চেয়েও বেশি সে তোমায় দিবে।