বৈশ্বিক সংকটেও পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

জাতির সংবাদ ডটকম: সরকারের সঠিক উদ্যোগে বৈশ্বিক নানা সংকটেও দেশের পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ‘জাতীয় বস্ত্র দিবস’ উদ্‌যাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠিত বিভিন্ন জেলায় ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিম ফিরিয়ে আনা হয়েয়ে। গবেষণার মাধ্যমে এটিকে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।