
এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার কর্মরত গনমাধ্যম কর্মীদের আয়ােজনে সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে রাবিবার (১১ফেব্রুয়ারি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকালের সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিদিনর সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, যুগান্তর পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি ও সাঁথিয়া প্রস ক্লাবের সাবেক সভাপতি আব্দুদ দাইন সরকার,সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই, নব-নির্বাচিত সহ-সভাপতি ফারুক হােসেন,বেড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক উজ্জ্বল হােসাইন, আমিনপুর থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলমগীর হাসাইন অর্থ, খােলা কাগজর সাঁথিয়া প্রতিনিধি মনসুর আলম খােকন, আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম। আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনােয়ার পারভেজ মানিক, চ্যানল এস টলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এম. জে সুলভ, প্রতিদিনর বাংলাদেশের সাঁথিয়া-বেড়া প্রতি বেদক রফিকুল ইসলাম সান, প্রতিদিনের সংবাদের সাঁথিয়া- বেড়া প্রতিনিধি আরিফ খাঁন, জনকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি লুৎফর রহমান উল্কা, দৈনিক বাংলার বেড়া প্রতিনিধি রাউজ আলী, দৈনিক আলােকিত সকালের বেড়া প্রতিনিধি হৃদয় হােসাইনসহ অন্যান্য প্রিট ও ইলকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃদ।