অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন – এবি পার্টি  

বুধবার, মার্চ ১৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

পবিত্র রমজান মাসে সেহরির সময় ফিলিস্তিনের নারী, শিশু সহ নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা খুবই ন্যাক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও আন্তর্জাতিক বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচার গণহত্যা কোন বিবেক মানুষ মুখবুজে সহ্য করতে পারেনা। অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধে জাতিসংঘকে এখনি কার্যকর ভুমিকা নিতে হবে বলে দাবি করেছেন প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহিস সাকি।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সল মোহাম্মদ মনিরের সঞ্চালনায় গণইফতারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক ও জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী ও যাত্রাবাড়ী থানার আহ্বায়ক আরিফ সুলতান ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রফেসর ড. মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী আরো বলেন এবি পার্টি প্রতিদিন গণ ইফতার কার্যক্রমে দেখিয়ে দিয়েছে তারা কতোটা মানবিক। এবি পার্টি মানবিকতা নিয়ে রাজনীতি করছে। দেশের মানুষকে ভালবাসলে, মানবিক কাজ করলে মন্ত্রী,এমপিদের দেশ ছেড়ে পালাতে হতো না। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সৎ হলে আমরা একটা মানবিক,মর্যাদাসম্পন্ন বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক বলেন, এবি পার্টির রাজনীতি হচ্ছে মেহনতী মানুষের রাজনীতি। এবি পার্টি আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত করতে চায়, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এবি পার্টি অতীতেও আপনাদের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন।

জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বলেন,বিগত ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাটের মহা উৎসবে পরিণত করেছিলো । বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্টীম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দী রেখেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করেছিলেন। এতোকিছু স্বত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারেন নাই বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে যে কোন যড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান তিনি।

গতকাল থেকে গাজায় যে গণহত্যা চলছে তা অত্যন্ত বেদনাদায়ক,এই ইসরাইলী সন্ত্রাসের গডফাদার নেতানিয়াহুকে রুখে দেওয়ার আহবান জানান তিনি।

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবিপার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যুব ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।