জাতির সংবাদ ডটকম।।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।
বুধবার (১ ফেব্রুয়ারী ) জাতীয় পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন কে আহ্বায়ক এবং এইচ এম রনি কে সদস্য সচিব করে – জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি
ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১. আহ্বায়ক- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন
২. যুগ্ম আহ্বায়ক – মোঃ নুরুজ্জামান
৩. যুগ্ম আহ্বায়ক – ডাঃ মোঃ আলফাজ উদ্দিন শাহ
৪. যুগ্ম আহ্বায়ক- লায়ন মেহেদি আজাদ
৫. যুগ্ম আহ্বায়ক – এস কে বিপ্লব
৬. যুগ্ম আহ্বায়ক – হাজী মোঃ আব্দুল হাকিম
৭. যুগ্ম আহ্বায়ক – মোঃ ইউসুফ আলী
৮. যুগ্ম আহ্বায়ক – দ্বীন ইসলাম দিপু
৯. সদস্য সচিব – এইচ এম রনি
১০. সদস্য – মোঃ যদি আমিন এপোলো
১১. সদস্য- মোঃ গোলাম নবী লিটু
১২. সদস্য – মোঃ ফারুক মুন্সি
১৩. সদস্য – হাজী মোঃ কামাল হোসেন
১৪. সদস্য – মোঃ নাসির উদ্দিন
১৫. সদস্য – মোঃ জাহিদ হোসেন রুহানি
১৬. সদস্য – মোঃ হাসিব খাঁন শান্ত
১৭. সদস্য – মোঃ মিন্টু আহাম্মেদ
১৮. সদস্য – মোঃ ইসরাফিল মজুমদার
১৯. সদস্য – মোঃ ইলিয়াস বেপারি
২০. সদস্য – মোঃ মাসুদ রানা মাসুদ
২১. সদস্য – মোঃ রুমেল হোসেন সোহাগ
২২. সদস্য – মোঃ আমির হোসেন পাখি
২৩. সদস্য – মিসেস নারগিস আক্তার
২৪. সদস্য – মোঃ শহিদ খান
২৫. সদস্য মোঃ জুয়েল চৌধুরী
২৬. সদস্য – মোঃ শফিকুল ইসলাম শফিক
২৭. সদস্য – মোঃ আবুল হোসেন
২৮. সদস্য – মোঃ নাজিম মৃধা
২৯. সদস্য – মোঃ মাসুম আহমেদ
৩০. সদস্য – মোঃ আল আমিন
৩১. সদস্য – মোঃ রাজা সরদার
৩২. সদস্য – মিসেস পারভীন আক্তার
৩৩. সদস্য – মিসেস রুজিনা আক্তার
৩৪. সদস্য – মোঃ জাভেদ
৩৫. সদস্য – মোঃ আক্তার ইমাম বাপ্পি
৩৬ সদস্য – মোঃ আগা জাফর
৩৭. সদস্য – মিসেস কান্তা নূর
৩৮. সদস্য – মোঃ সুমন আহমেদ
৩৯. সদস্য – মোঃ শাহ আলম
৪০. সদস্য – মোঃ জনি
৪১. সদস্য – মোঃ রাসেল ইব্রাহিম
৪২. সদস্য – মোঃ বাবলু
৪৩. সদস্য – মোঃ জামাল শেখ
৪৪. সদস্য – মোঃ রায়হানুজ্জামান
৪৫. সদস্য – মোঃ আরিফুল ইসলাম বাদশা
৪৬. সদস্য – মোঃ নবী হোসেন
৪৭. সদস্য – মোঃ কাজী সিরাজ
৪৮. সদস্য – মোঃ ইকবাল
৪৯. সদস্য – মোঃ শরিফুল ইসলাম সেলিম
৫০.সদস্য – মোঃ রানা
৫১.সদস্য – মোঃ মাহবুব হোসেন রাজিব