জাতির সংবাদ ডটকম।।
কর্ডোভা স্কুল এন্ড কলেজ (বনশ্রি ) মঙ্গলবার RockLand Indoor মাঠে সকাল ৭’৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত ৪ টা টিমের ফুটবল খেলা সেমিফাইনাল খুবি হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনলালে উঠলো নিহালদের টিম। খুবি অন্য রকম খেলা উপভোগ করলাম, সুস্থ সুন্দর পরিবেশ, স্কুলের বাচ্চারা সহ তাদের গার্জিয়ানদের সাথে প্রথম পরিচয়। যেহেতু এই খেলায় নিহালই ছিল সিক্স জুলাই ব্যাচ আর বাকী সবাই সিক্স জানুয়ারি বাকি রা O Level এর ছেলেরা টিম লিডার ছিল,ছোট বড় প্রত্যেকে প্রেকটিস ছাড়া খুবি ভালো খেলেছে। অবশেষে ৪-০ গোলে নিহালদের টিম চাম্পিয়ান কাপ অর্জন করে। বাচ্চাদের খেলার সুযোগ গার্জিয়ান এবং প্রত্যেক স্কুলকেই দায়িত্ব নিতে হবে। এতে ঘর বন্ধু জীবন থেকে বাচ্চারা কিছু টা হলেও শান্তি পাবে। আগামী বছর থেকে টানা খেলার দায়িত্ব আমি নিচ্ছি সাথে আমার ভাই ফুটবল খ্বলোয়ার জাবেদ খিলগাঁও জোড়পুকুর মাঠে খেলার আয়োজন সহ প্যাক্টিসের ব্যবস্থা নেয়া হবে,সবাই দোয়া করবেন আমাদের সব বাচ্চাদের জন্য।