ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ সদস্যের আহ্বায়ক কমিটি

রবিবার, নভেম্বর ৯, ২০২৫

 

ইবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এম সুইট ও সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াশিরুল কবির সৌরভকে মনোনীত করা হয়েছে। আগামী ৬ মাস এই কমিটি দায়িত্ব পালন করবেন। শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মুখ্য সংগঠক পদে ব্যবস্থাপনা বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গোলাম রব্বানী এবং মুখপাত্র পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদিয়া মাহমুদ মিম মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন পঙ্কজ রায় ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন।

৫০ সদস্যের কমিটিতে অন্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাউন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম। যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন। সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, আরমান হক, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, রিপন ইসলাম রতন, স্বাধীন, মো. জিম, জোবায়ের বিন লতিফ, ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নতুন সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহিদকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেটা শুধু দায়িত্ব নয় সেটা একটা আমানত। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, দেশের খেটে খাওয়া মানুষদের পক্ষে কথা বলা এবং একাত্তর ও জুলাই চেতনার সমন্বয়ে দেশ গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এক্ষেত্রে সকল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহোযোগিতা কামনা করছি।

নব মনোনীত আহ্বায়ক এস এম সুইট বলেন, কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারা আমার উপর আস্থা রেখে এ দায়িত্ব অর্পণ করেছেন। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সহোযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় (২০২৪ সালের ৩১ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এস এম সুইটকে প্রধান সমন্বয়ক করে ৩০ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। সেখান থেকে আন্দোলন পরবর্তী অনেকেই পদত্যাগ করেন। তাছাড়া সেই কমিটিতে থাকা অনেক সহ-সমন্বয়ক নতুন এই কমিটিতে জায়গা পাননি। এ নিয়ে শিক্ষার্থীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সহ-সমন্বয়করাও।