
জাতির সংবাদ ডটকম।।
মঙ্গবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিআরজেএ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বিআরজেএ’র উপদেষ্টা চাটারএ্যাকাউন্টে এ,কে,এম, আমিনুল হক, শাহজাহান মিয়া সম্রাট, বেলাল উদ্দিন আহাম্মেদ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব এ,এস,এম,বদরুল, অর্থসচিব ফাহিম আলনুর সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এ,কে,এম,আমিনুল হক বলেন আজকের দিন আত্মশুদ্ধি আর স্বাধীনতা রক্ষায় মহান আল্লাহপাকের দরবারে আশ্রয় প্রার্থনা করতে হবে। তিনি বলেন যে ১৯৭১ সালের এই চট্রগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে অস্হায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার ঘোষনা না দিলে আধিপত্যবাদের হামলায় আমরা ক্ষতবিক্ষত হতাম। তিনি বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে গিয়ে শাহাদাৎ বরণ করেন।শহীদ জিয়ার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার স্বপ্ন অব্যহত রাখতে গিয়ে নির্মম জুলুমের শিকার হয়। শুধু বেগম খালেদা জিয়া নয় গোটা পরিবার জুলুমের শিকার হয়। তিনি বলেন দুবৃত্ত আর চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা আর নির্দেশনা অনুসর করলে সাংবাদিক সমাজ সহ গোটা জাতির নিরাপত্তা আর শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। তারপর বিআরজেএ চেয়ারম্যান বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ ও সাংবাদিক আর নাগরীকদের সকল চক্রান্ত আর ষড়যন্ত্র থেকে রক্ষায় আল্লাহপাকের দরবারে আশ্রয় কামনা করে। অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে আশার সকল অন্তরায় দুর করে দেশে আসার সকল নিরাপত্তা দানের প্রার্থনা করে। পবিত্র ঈদউল ফেতরের পূর্বেই সাংবাদিকদের সংকট দুর করতে দোয়া করে।